গত ০৯/১১/১৯ খ্রিঃ শরীয়তপুর জাজিরা থানাধীন সেনেরচর ২৪-নং সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে শিশু
মোঃ ফাহিম হাসান(০৮),পিতা-রিপন মৃধা,সাং-সেনেরচর দক্ষিন কান্দি,থানা-জাজিরা,জেলা-শরীয়তপুর অানুমানিক দুপুর ০২:০০ ঘটিকার সময় নিখোঁজ হয়।
উক্ত শিশুকে অপহরণ করে অপহরণকারী শিশুর মাতার নিকট মুক্তিপণ দাবি করে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে এবং শিশুকে খুঁজে না পেয়ে শিশুর মাতা ১১/১১/১৯ খ্রিঃ রাত ০০:৩০ ঘটিকার সময় বাদী হয়ে জাজিরা থানায় নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেন।
জাজিরা থানা পুলিশ কর্তৃক, শিশু অপহরণকারী ও মামলার প্রধান আসামী মোঃ শিপন মৃধা(২৫), পিতা-মৃতঃ সফিজদ্দিন মৃধা,সাং-সেনেরচর দক্ষিন কান্দি,থানা-জাজিরা,জেলা-শরীয়তপুরকে অদ্য ১১/১১/১৯ খ্রিঃ সোমবার বেলা ১১:০০ ঘটিকার সময় ঢাকা কামরাঙ্গীচর এলাকা হতে গ্রেফতার করা হয় এবং শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেন শরীয়তপুর জাজিরা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ বেলায়েত হোসেন এবং উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) আবু শাহাদাৎ মোহাম্মদ শাহীন সহ জাজিরা থানা পুলিশের একটি টিম। মামলার অনান্য আসামীদের গ্রেফতারের কার্যক্রম চলমান আছে।