প্রতিবন্ধী শিশু ও অভিভাবকদের সাথে পুলিশ সুপার, শরীয়তপুরের মতবিনিময়
অদ্য ১০/০২/২০২০ খ্রিঃ তারিখে সকাল ১০:০০ ঘটিকায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, কোর্ট মোড়, শরীয়তপুরে পুলিশ সুপার জনাব এস. এম. আশরাফুজ্জামান প্রতিবন্ধী শিশু ও তাঁদের অভিভাবকদের সাথে মতবিনিময় করেন।
উক্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার, শরীয়তপুর সমাজের সকল ব্যক্তিদের প্রতিবন্ধীদের পাশে এগিয়ে আসার আহব্বান জানান এবং অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরোও বলেন প্রতিবন্ধীদেরকে পরিবারের বোঝা ভাববেন না, আপনারা এই শিশুদেরকে বিশেষ শিশু হিসেবে মনে করবেন এবং তিনি সর্বদা প্রতিবন্ধীদের পাশে দাঁড়াবেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব আজহারুল ইসলাম, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, শরীয়তপুর, ডাঃ মনিরা সুলতানা, কনসালট্যান্ট (ফিজিওথেরাপি), প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, শরীয়তপুর সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাবিবা ইয়াছমিন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, শরীয়তপুর।