শরীয়তপুর জাজিরা থানা পুলিশ কর্তৃক ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক ০২ জন
অদ্য ১০/০২/২০২০ ইং তারিখে শরীয়তপুর জাজিরা থানা পুলিশ কর্তৃক জাজিরা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ১/ ফেরদৌস বেপারী (১৯), পিতা- সাইদুল বেপারী @ শহিদুল ইসলাম বেপারী, সাং- সেনের চর করিম উদ্দিন মাদবর কান্দি, থানা- জাজিরা, জেলা- শরীয়তপুর, ২/ মামুন বেপারী (১৯), পিতা- আঃ বারেক বেপারী, সাং- ছোট খাটামারী, থানা- ভুরুঙ্গামারী, জেলা- কুঁড়িগ্রাম দুইজনকে ২৫( পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ জাজিরা থানাধীন বি.কে নগর আনন্দ বাজারস্থ ফোরহাদ ফকির এর মটরসাইকেল গ্যারেজের সামনে পাঁকা রাস্তার উপর হতে হাতেনাতে গ্রেফতার করা হয়।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে জাজিরা থানায় নিয়মিত রুজু করা হয়।