"মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার" এই শ্লোগানকে সামনে রেখে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ বিরোধী বিষয়ে শরীয়তপুর জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের সাথে পুলিশ সুপার, শরীয়তপুরের মতবিনিময়
অদ্য ১১/০২/২০২০ খ্রিঃ তারিখে দুপুর ০৩:০০ ঘটিকায় পুলিশ ভবন, শরীয়তপুরে পুলিশ সুপার জনাব এস. এম. আশরাফুজ্জামান মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ বিরোধী বিষয়ে শরীয়তপুর জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন।
উক্ত মতবিনিময় সভায় পুলিশ সুপারের বক্তব্যে তিনি পুলিশ ও জনতা একসাথে মিলে সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে কাজ করার কথা বলেন এবং মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নিবেন বলে জানান।
উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার, শরীয়তপুরকে ফুলেল শুভেচ্ছা জনান জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার(নড়িয়া সার্কেল), শরীয়তপুর, জনাব মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(গোসাইরহাট সার্কেল), শরীয়তপুর, জনাব তানভীর হায়দার শাওন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), শরীয়তপুর, জনাব কবিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, শরীয়তপুর, জনাব আজহারুল ইসলাম, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, শরীয়তপুর, জনাব নুর মোহাম্মদ কোতয়াল, সভাপতি, কমিউনিটি পুলিশিং, শরীয়তপুর জেলা শাখা ও সাবেক মেয়র, শরীয়তপুর পৌরসভা, জনাব আলমগীর হোসেন মুন্সী, বিজ্ঞ জিপি, শরীয়তপুর কোর্ট ও সাধারণ সম্পাদক, কমিউনিটি পুলিশিং, শরীয়তপুর জেলা শাখা সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।