শরীয়তপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
অদ্য ১৮/০২/২০ খ্রিঃ তারিখ সকাল ৮:৩০ ঘটিকায় পুলিশ লাইন্স, শরীয়তপুরে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত মাস্টার প্যারেডে সালাম গ্রহন করেন জনাব এস. এম. আশরাফুজ্জামান, পুলিশ সুপার, শরীয়তপুর। উক্ত মাস্টার প্যারেড চলাকালীন পুলিশ সুপার, পুলিশ লাইন্স শরীয়তপুরে কুচকাওয়াজ, পুলিশ ব্যারাক, পুলিশ লাইন্স মেস, রেশন ষ্টোর, যানবাহন শাখা ও পুলিশ লাইন্সের বিভিন্ন শাখা পরিদর্শন করেন, পরিদর্শনকালীন সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল), শরীয়তপুর, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব ইমরুল, জনাব আজহারুল ইসলাম, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, শরীয়তপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, প্যারেড কমান্ডার ছিলেন-সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব অাদনান এবং উপস্থিত বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত থাকিয়া পরিদর্শনে সহযোগিতা করেন।