অদ্য ১৮/০২/২০২০ খ্রিঃ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ লাইন্স, শরীয়তপুরে জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কল্যান সভায় সভাপতিত্ব করেন এবং জেলা পুলিশের কল্যান সংক্রান্তে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জনাব এস. এম. আশরাফুজ্জামান, পুলিশ সুপার, শরীয়তপুর।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল), শরীয়তপুর, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব ইমরুল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব আদনান, জনাব ডাঃ মোঃ মনিরুল ইসলাম, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, পুলিশ লাইন্স, শরীয়তপুর, জনাব আজহারুল ইসলাম, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, শরীয়তপুর সহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ বিভিন্ন থানা ফাঁড়ি থেকে আগত এবং পুলিশ লাইন্সের বিভিন্ন পর্যায়ের অফিসার-ফোর্সবৃন্দ।
উক্ত কল্যান সভায় পুলিশ সুপার মহোদয় শরীয়তপুর জেলার জানুয়ারি/২০২০ খ্রিঃ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ এএসআই, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসারদের পুরস্কৃত করেন, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ জনাব মোঃ এনামুল হক, অফিসার ইনচার্জ, সখিপুর থানা, শরীয়তপুর, শ্রেষ্ঠ এসআই/(নিঃ)মোঃ বাদল তালুকদার, জাজিরা থানা, শরীয়তপুর, শ্রেষ্ঠ এএসআই/(নিঃ)এরশাদ, নড়িয়া থানা, শরীয়তপুর, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই/(নিঃ) তপন কুমার সাহা, ডিবি, শরীয়তপুর।
বিশেষ পুরস্কারঃ এএসআই/(নিঃ) আতিকুল ইসলাম, জাজিরা থানা, শরীয়তপুর, কনস্টেবল/ বাচ্চু মোল্লা, ডিবি, শরীয়তপুর।