Apps

Picture

শরীয়তপুর জেলা পুলিশের ইতিহাস

Picture

জেলা পুলিশের ইতিহাস

৭ই মার্চ ১৯৮৩ সালে জেলা গঠনের ঘোষণা হয়। ১৯৮৪ সালের ১লা মার্চ জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়। বৃটিশ বিরোধী তথা ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তউল্লাহর নামানুসারে এর নাম করণ করা হয় শরীয়তপুর এবং সদর দপ্তরের জন্য পালং থানা অঞ্চলকে বেছে নেয়া হয়। পূর্বে চাঁদপুর, পশ্চিমে মাদারীপুর, উত্তর-পূর্বে মুন্সিগঞ্জ, দক্ষিণে বরিশাল দ্বারা জেলাটি বেষ্টিত। রাজধানী ঢাকা থেকে ৮১ কিঃমিঃ দক্ষিণ-পূর্বে অবস্থিত। এ জেলার আয়তন ১,১০২.৪৫ বর্গ কিঃমিঃ, ০৬টি উপজেলা (শরীয়তপুর সদর (পালং), জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ, ডামুড্যা, গোসাইরহাট)। ০৮টি থানা (পালং, জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ, সখিপুর, ডামুড্যা, গোসাইরহাট ও নবগঠিত পদ্মা সেতু দক্ষিণ থানা)। ০৬টি পৌরসভা (শরীয়তপুর সদর (পালং), জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ, ডামুড্যা, গোসাইরহাট)। ০২টি পুলিশ তদন্ত কেন্দ্র (সন্তোষপুর পুলিশ তদন্ত কেন্দ্র, হাটুরিয়া পুলিশ তদন্তকেন্দ্র), ০১ টাউন আউট পোষ্ট (আংগারিয়া), ০১টি পুলিশ ফাঁড়ি (চিকন্দী পুলিশ ফাঁড়ি) এবং ০১টি নৌ পুলিশ ফাঁড়ি রয়েছে (সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ি। এ জেলার মোট জনসংখ্যা ১০,৮২,৩০০ জন। শরীয়তপুর বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা।

 
Copyright © 2023 Superintendent of police, Shariatpur. Developed by Momtaj Trading(Pvt.) Ltd.