Apps

Picture

শরীয়তপুর জেলা ডিবি পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ০১ জন

Picture

অদ্য ০৩/০৯/২০২০ খ্রিঃ তারিখে পুলিশ সুপার, শরীয়তপুর মহোদয়ের দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে জেলা ডিবি পুলিশ কর্তৃক পালং মডেল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে মোঃ অহিদুল ইসলাম (৩২), পিতা- সাত্তার মাদবর, সাং- চর ডোমসার, থানা- পালং, জেলা- শরীয়তপুরকে ৭০০ (সাঁত শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ পালং থানাধীন ডোমসার সাকিনস্থ ডোমসার বাজারের পূর্ব পাশে জনৈক মোঃ খালেক পেদা এর একচালা টিনের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে হাতেনাতে গ্রেফতার করা হয়।

আটককৃত আসামীর বিরুদ্ধে পালং মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।

পালং মডেল থানার মামলা নং- ০৫, তারিখঃ- ০৩/০৯/২০২০ খ্রিঃ।

 
Copyright © 2023 Superintendent of police, Shariatpur. Developed by Momtaj Trading(Pvt.) Ltd.